
নাম : মোঃ আনোয়ার কবির
পদবী : পৌর নির্বাহী কর্মকর্তা
ঠিকানা : নওগাঁ পৌরসভা,নওগাঁ

নাম : মোঃমোসাদ্দে হোসেন
পদবী : প্রশাসনিক কর্মকর্তা(ভারঃ)
ঠিকানা : নওগাঁ পৌরসভা,নওগাঁ

naogaon_pourashava@yahoo.com ফোন: 02587747320
Naogaon pourasava web portal
www.naogaonpoura.com
প্রশাসন বিভাগ
বিভাগীয় প্রধান : পৌর নির্বাহী কর্মকর্তা
নাম |
পদবী |
মোবাইল নং |
মোঃ আনোয়ার কবির |
পৌর নির্বাহী কর্মকর্তা, নওগাঁ পৌরসভা, নওগাঁ। |
০১৭১২৩১৫৬৮৭ |
১। সাধারন শাখা শাখা প্রধানঃ প্রশাসনিক কর্মকর্তা
নাম |
পদবী |
মোবাইল নং |
মোঃ মোসাদ্দেক হোসেন |
প্রশাসনিক কর্মকর্তা, নওগাঁ পৌরসভা, নওগাঁ। |
০১৭১১ ০০৪৬০৮ |
(১) পৌর পরিষদের সাধারন, বিশেষ ও অনান্য সভা আহবান, সিদ্ধান্ত গ্রহন, বাস্তবায়ন সংক্রান্ত কার্যক্রম।
(২) সরকারী বেসরকারী ও জনসাধারণ কর্তৃক বিভিন্ন চিঠিপত্র গ্রহণ ও যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য কার্যক্রম।
(৩) পৌরসভায় নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীদের চাকুরীর তথ্যাদি সংরক্ষন, নিয়ন্ত্রন ও যথাযথ ব্যবস্থা গ্রহনের
কার্যক্রম এবং শৃংখলা পরিপন্থি কার্যকলাপের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করণ।
(৪) পৌরবাসীদের বিভিন্ন অভিযোগ, তালাক, বিবাদ ,ঝগড়া প্রভৃতি পৌর সালিশী আদালতের মাধ্যমে নিষ্পত্তি
করণের কার্যক্রম।
(৫) আদালত কর্তৃক প্রেরিত মোকর্দ্দমাগুলো স্থানীয় ভাবে সালিশী আদালতে গ্রহণ করতঃ তদন্ত পূর্বক প্রতিবেদন
দাখিল করণের কার্যক্রম।
(৬) জাতীয়তা/চারিত্রিক সনদপত্র সহ জনস্বার্থে পৌরসভা সংশিষ্ট অন্যান্য সনদপত্র প্রদান কার্যক্রম।
(৭) ওয়ারিশান সনদপত্র প্রদান কার্যক্রম।
(৮) উর্দ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক পৌরসভা পরিদর্শন,মনিটরিং,তদন্ত করন সংক্রান্ত বিষয়ে যথাযথ সহযোগিতা প্রদান।
(৯) পৌরসভার পক্ষে বা বিপক্ষে মামলা মোর্কদ্দমা পরিচালনা করার কার্যক্রম।
(১০) অন্যান্য প্রয়োজনীয় বিবিধ মুলক কার্যক্রম গ্রহন ও বাস্তবায়ন ।
(১১) সরকারী ত্রাণ, ভি,জি,এফ বিতরণ কার্যক্রম।
(১২) অন্যান্য সকল সরকারী নির্দেশনা বাস্তাবায়নের কার্যক্রম।
(১৩) ষ্টোরঃ- (১) বিভিন্ন আদায়ের বহিঃ ও সনদ,ফরম ও রেজিষ্টার অফিস কর্তৃক সরবরাহ, রেজিষ্টারভূক্ত,নথীভূক্ত করা । (২) ষ্টক রেজিষ্টার সংরক্ষন করা । (৩) বিভিন্ন মালামাল সরবরাহ ও বিতরনের ব্যবস্থা গ্রহণ ।
প্রদেয় সেবার বিবরন |
সেবা প্রদান মানদন্ড ও আইন বিধি বিধান সময় |
সহযোগিতার প্রযোজন হলে যোগাযোগ |
ওয়ারিশন সনদ পত্র |
১। আবেদন করতে হবে (সাদা কাগজে/পৌরসভার নমুনা ফরমে) ২। আবেদনকারীর যা যা করনীয়ঃ (ক) সংশিষ্ট ওয়ার্ডভিত্তিক কাউন্সিলর এর সুপারিশ গ্রহন। (খ) আবেদনকারীর পুনাঙ্গ ঠিকানা সম্বলিত হাল নাগাদ ট্যাক্স পরিশোধের অনুলিপি সংযুক্ত। (গ) যার ওয়ারিশান সনদ পত্র নেওয়া হবে তার হাল নাগাদ ট্যাক্স পরিশোধের অনু লিপি / প্রত্যয়ন। (ঘ) আবেদনকারীকে ওয়ারিশ সংশিষ্ট হতে হবে। (ঙ) এ্যাডঃ কর্তৃক ফারায়েজ দাখিল করতে হবে। (চ) ৫০০/- টাকা ফি জমা দিতে হবে। ৩। ২নম্বর কার্যক্রম শেষে সাধারন শাখায় জমা দিতে হবে ৪। দাখিলকৃত ওয়ারিশ সঠিক কি না তা মাঠ পর্যায়ে তদন্ত হবে। ৫। জটিল ওয়ারিশান সংক্রান্ত বিষয়ে কোট হতে উত্তোলনের/নেওয়ার জন্য জানানো হবে। ৬। প্রয়োজনীয় কাগজ পত্র সহ জমা প্রদানের তারিখ হতে ০৭ (সাত) দিনের মধ্যে সনদপত্র প্রদান করা হবে। ৭। নির্ধারিত তারিখের মধ্যে সনদপত্র পাওয়া না গেলে মেয়র,নওগাঁ পৌরসভা বরাবর অভিযোগ করা যাবে।রম্নম ১১৬ |
জনাব মোঃ মোসাদ্দেক হোসেন প্রশাসনিক কর্মকর্তা, নওগাঁ পৌরসভা, নওগাঁ। মোবাঃ০১৭১১ ০০৪৬০৮ |
প্রদেয় সেবার বিবরন |
সেবা প্রদান মানদন্ড ও আইন বিধি বিধান সময় |
সহযোগিতার প্রযোজন হলে যোগাযোগ |
শালিস সংক্রান্ত |
আবেদন করতে হবে। ২। ফি ২০০/- (দুই শত) টাকা ক্যাশ শাখায় জমা দিতে হবে। ৩। উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে জানানো হবে। ০৩ হতে ০৭ কার্য দিবসের মধ্যে কার্যক্রম শুরু হবে। তালাকঃ পত্র প্রাপ্তি এবং আবেদনের প্রেক্ষিতে উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে জানানো হবে এবং কার্যক্রম শুরু হবে। কোর্ট/ সরকারী তদন্তঃ পত্র প্রাপ্তি / সরকারী নির্দেশনা মোতাবেক কার্যক্রম শুরু। স্থানঃ দোতালায় কক্ষ নং - ২১৪ |
জনাব মোঃ আশরাফুল ইসলাম সালিস সহকারী (চলতি) ( নিম্ন মান সহকারী,স্বাস্থ্য শাখা নপৌসন), নওগাঁ পৌরসভা, নওগাঁ। মোবাঃ০১৭১৪-৩৩১৯৩৪ কাউন্সিলর কক্ষ ২। আশরাফুল ইসলাম বাবু সালিস সহকারী – রুম নং ২১৪ |
প্রদেয় সেবার বিবরন |
সেবা প্রদান মানদন্ড ও আইন বিধি বিধান সময় |
সহযোগিতার প্রযোজন হলে যোগাযোগ |
চিঠি পত্র গ্রহন ও প্রদান |
তথ্যঃ- সরকারী / বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান/ সংস্থা/ এনজিও এর চিঠিপত্র ও পৌর এলাকায় বসবাসরত ব্যক্তি ও মালিকের চিঠি পত্র ও আবেদন পত্র গ্রহন করা হয়। * রিসিভ কপি পেতে হলে অনুরুপ কপি সংঙ্গে আনতে হবে * কার্যক্রমঃ অফিস চলাকালীন সময়ে। স্থানঃ কক্ষ নং -১১৭ |
মোছাঃ জনাব মাহবুবা হক টিকাদানকারি, নপৌসন), নওগাঁ পৌরসভা, নওগাঁ। মোবা |